ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা’ তথ্য পাকিস্তানের হাতে আছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের এ কথা বলেছেন।
এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয় ভারত সরকার।
ভারতের এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো আগ্রাসনের কঠোর ভাষায় জবাব দেয়া হবে। এছাড়া এই অঞ্চলে যেকোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে রয়টার্সের তরফ থেকে অনুরোধ জানানো হলেও তারা কোনো সাড়া দেয়নি।
হামলার পর থেকে, পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটি একে অপরের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে। ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে এবং পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ রয়টার্সকে বলেছিলেন যে ভারতের সামরিক আক্রমণ ‘আসন্ন’।
ইসলামাবাদে তার অফিসে এক সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় আছে। তবে আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।’
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আক্রমণকারীদের কঠোর শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।