সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে দেয়া ভাষণে মোহাম্মদ বিন সালমানকে অবিশ্বাস্য মানুষ বলে বর্ণনা করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঞ্চে গিয়ে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, সৌদি আরব একটি ‘দুর্দান্ত জায়গা’ এবং এখানে ‘দুর্দান্ত কিছু মানুষ’ আছে।
এরপরই ট্রাম্প যুবরাজকে ধন্যবাদ জানিয়ে তাকে ‘অবিশ্বাস্য মানুষ’ হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার (যুবরাজ) মতো আর কেউ নেই। এসময় দুই দেশের মধ্যে সম্পর্ক আগের চেয়ে ‘আরও শক্তিশালী’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে ক্রাউন প্রিন্স সালমান সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের প্রধান ‘কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা আজ এখানে এসেছি বিভিন্ন স্তরে এই কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য, যেখানে এমন একটি অর্থনীতি থাকবে যা হাইড্রোকার্বনের ওপর নির্মিত হবে কিন্তু অর্থনীতিকে বৈচিত্র্যময় করবে এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি গড়ে তুলবে।’
এর আগে রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরব।
হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির প্রথম দফায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর নজর দেয়া হবে।
চার দিনের মধ্যপ্রাচ্য সফরে মঙ্গলবার সকালে সৌদি আরবের রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার ট্রাম্প কাতার সফর করবেন। এরপর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাত সফর যাওয়ার কথা রয়েছে।