ইরানের নতুন হামলায় ইসরাইলে নিহত বেড়ে ২০

ইসরাইলের ইরানের সর্বশেষ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত কয়েক ডজন।

সোমবার (১৬ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, ইসরাইলের উপর সর্বশেষ ইরানি হামলায় নিহত আটজনের মধ্যে দুইজন নারী। তিনজন পুরুষ এবং উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ধ্বংসস্তূপের মধ্যে আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।

ইসরাইলের চ্যানেল ১৪ দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে, কমপক্ষে ৮৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। পাঁচজন ইসরাইলি মাঝারি এবং ৮১ জন সামান্য আহত হয়েছেন।

ইসরাইলের বিভিন্ন স্থানে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার অভিযান চলছে বলে জানানো হয়।

শুক্রবার ইরানে কোনো উস্কানি ছাড়াই হামলা চালায় ইসরাইল। বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেসামরিক ভবনে হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর পাল্টা হামলা চালায় ইরান। গত চারদিন ধরে ইরান-ইসরাইল সংঘাত অব্যাহত আছে।

Scroll to Top