ইরানে হামলার পর নিজেই নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর নিজেই নিজেকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ইরানের যে কোনও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র কড়া জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (২২ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ধরনের বক্তব্য দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ট্যাটাস।

ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধমূলক কাজের ক্ষেত্রে আজ রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে।

পোস্টের শেষে ট্রাম্প আরও লেখেন, ধন্যবাদ! ডোনাল্ড জে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Scroll to Top