ইসরাইলের সাথে সংঘাতে ‘বিজয়’ দাবি খামেনির

ইসরাইলের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতে ‘বিজয়ের’ জন্য ইরানি জনগণকে অভিনন্দন জানান ইরানের এই সর্বোচ্চ নেতা।

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এই বিজয় দাবি করেন খামেনি।

দুই সপ্তাহ আগে, ইসরাইল ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা শুরু করে। তেহরানের বিভিন্ন স্থানসহ বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হরে ইসরাইল। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। জবাবে ইসরাইলে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

এদিকে, ইসরাইলের হামলায় সময় আয়াতুল্লাহকে খামেনিকে একাধিকবার হত্যার হুমকি দেয় ইসরাইল। পরে খামেনিকে তেহরানের কোথাও একটি গোপন বাঙ্কারে সরিয়ে নেয়া হয়।

এদিকে, আয়াতুল্লাহ খামেনি এবার তার টেলিগ্রাম অ্যাকাউন্টে ফারসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘তৃতীয় অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন।’

খামেনি বলেন, ‘প্রায় ৯ কোটি জনসংখ্যার একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।’

Scroll to Top