পশ্চিমবঙ্গে গরু বহন করায় দুই মুসলিমকে পিটিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে গরু বহনের অপরাধে দুই মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত রোববার সকালে ভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায় গ্রামবাসী।

পুলিশ বলেছে, গোরক্ষা আন্দোলনকারীদের হয়ে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলাটি চালানো হয় রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি গ্রামে।

রাজধানী কলকাতা থেকে জায়গাটির দূরত্ব প্রায় ৬২২ কিলোমিটার। জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনের লাশ দেখতে পান।

৩০-৩৫ বছরের মধ্যে তাদের বয়স। একজন ধুবড়ির বাসিন্দা হাফিজুল ইসলাম ও কোচবিহারের পাতলাহাওয়া গ্রামের আনোয়ার হোসেন।

হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গে গত দুই মাসের মধ্যে গরু সম্পর্কিত গণপিটুনি ও হত্যার এটা দ্বিতীয় ঘটনা। এর আগে গত জুনে তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

ভারতে গোরক্ষার নামে এ ধরনের ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ