বড় লিডের পথে বাংলাদেশ

ইমরুল কায়েস আউট হওয়ার পর তামিমের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। তারা দুইজন ইতিমধ্যেই ৬৬ রানের জুটি গড়েছেন। আর দলকে এ দুইজন নিয়ে যাচ্ছেন বড় স্কোরের দিকে। লাঞ্চে যাওয়ার আগে তামিম অপরাজিত আছেন ৭৬ রানে এবং মুশফিকুর রহিম অপরাজিত ২৫ রানে। প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশের রান ১৩৩/৩।

তামিম-মুশফিকে সচল রানের চাকা
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও তামিম ইকবাল দারুণ খেলছেন। পেয়েছেন অর্ধ শতক। ইমরুল কায়েস আউট হওয়ার পর মুশফিকের সঙ্গে জুটি বেঁধে রানের চাকাও সচল রেখেছেন এ ওপেনার। তামিম আর মুশফিকের খুব একটা সমস্যাও হচ্ছে না অস্ট্রেলিয়ার বোলারদের মোকাবিলা করতে।

এ অর্ধশতকের মাধ্যমে তামিম ইকবাল হাবিবুল বাশারের পাশে নাম লিখালেন। দুইজনই ২৮টি করে অর্ধশতক করেছেন। আর দলের রান দ্বিতীয় ইনিংসে ১০০ পেরিয়েছে।

আবারও ব্যর্থ ইমরুল কায়েস
প্রথন ইনিংসে ব্যর্থ হবার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইমরুল কায়েস। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হবার পর এবার দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র দুই রান করে। তিনি আউট হবার ফলে বাংলাদেশ দল আবার চাপে পড়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৬৭/৩।

তৃতীয় দিনে মাঠে নেমেছে টাইগাররা
শেষ হয়েছে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আর ঘণ্টাখানেক পরেই মাঠে গড়াবে তৃতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৯ উইকেট আর বাংলাদেশের যতটা সম্ভব রান করা এবং অজিদের সামনে বিশাল টার্গেট দেওয়া।

প্রথম দিন বাংলাদেশকে ২৬০ রানে গুটিয়ে দিয়েও দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ৯ ওভার ব্যাট করেই ৩ উইকেট হারিয়েছিল তারা। প্রথম দিনই স্পিনের সামনে অস্ট্রেলীয়দের অসহায় আত্মসমর্পন। সেই ধারা দ্বিতীয় দিনেও অব্যাহত থেকেছে। আর তাতে অজিরা অলআউট হয় ২১৭ রানে, বাংলাদেশ পায় ৪৩ রানের লিড।

আর সেই সুবাদে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে এগিয়ে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ দুই জুটিতে রান এসেছে ৭৩। সেই লড়াই থেকেই ইতিবাচক ভাবার সাহস পাচ্ছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি