উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার রাতে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে চীন এবং রাশিয়াও এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ফলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

উত্তর কোরিয়া ৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ২০০৬ সালের পর এই নিয়ে পিয়ংইয়ংয়ের ওপর নয় বার নিষেধাজ্ঞা আরোপ করলো নিরাপত্তা পরিষদ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমার পরীক্ষা চালানো অব্যাহত রাখার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উত্তর কোরিয়া থেকে কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রফতানিকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে আনা এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের সবাই ভোট দিয়েছে।

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে এই প্রস্তাবে যেসব কঠোর ধারা যুক্ত করার ঘোষণা দিয়েছিল তা থেকে সরে আসার পরই চীন ও রাশিয়া এর পক্ষে ভোট দিতে রাজি হয়েছে। বাদ দেয়া ধারাগুলোর মধ্যে ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুরোপুরি তেল নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির নেতা কিম জং-উনের সম্পদ বাজেয়াপ্ত করা।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে দেশটির কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য এর আগেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উত্তর কোরিয়া এ পর্যন্ত ছয় দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে চালানো ষষ্ঠ পরমাণু অস্ত্রটি ছিল হাইড্রোজেন বোমা। এছাড়া, দেশটি গতমাসে এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ং বহুবার সরাসরি যুক্তরাষ্ট্রেয় আঘাত হানার হুমকি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি