মিয়ানমারের মানুষ রোহিঙ্গাদের নিয়ে কি ভাবছে?

সাম্প্রতিক সহিংসতায় রাখাইন রাজ্য ছেড়ে যে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, তারা মূলত রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা মংডু, বুথিডং ও রাথেডংয়ের বাসিন্দা। এ রাজ্যে রোহিঙ্গা জনসংখ্যা মোট জনসংখ্যার ৪২ ভাগ। রোহিঙ্গাদের ব্যাপারে প্রধানত বৌদ্ধ অধিবাসীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে।

তাদের এই ভীতি যতটা নিরাপত্তাজনিত, তার চেয়ে অনেক বেশি সম্প্র্রদায়গত। রোহিঙ্গা নিপীড়ন নিয়ে বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় বইছে, তখন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সরকার এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তাধারা ঠিক বিপরীত।

তাদের কাছে ‘রোহিঙ্গা’ শব্দটি অনাকাংখিত এবং অগ্রহণযোগ্য। মিয়ানমারে যে কোনো মানুষের সঙ্গে কথা বললে ‘রোহিঙ্গা’ শব্দটি তারা উচ্চারণই করবে না। অধিকাংশ মানুষ মনে করে রোহিঙ্গারা ‘বাঙালি’। এর মাধ্যমে বোঝা যায়, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশের নাগরিক মনে করে না। তাদের ধারণা, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। তাদের ভাষা এবং সংস্কৃতিও ভিন্ন।

বিশ্বজুড়ে রোহিঙ্গা সংকটকে মানবাধিকার লঙ্ঘন এবং মানবিক পরিস্থিতি হিসেবে দেখা হলেও মিয়ানমারের ভেতরে বিষয়টিকে দেখা হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে। রাখাইন রাজ্যে সামরিক অভিযানের প্রতি ব্যাপক জনসমর্থন আছে মিয়ানমারের ভেতরে। মিয়ানমারের সংবাদমাধ্যমও সরকারি ভাষ্য অনুযায়ী কথা বলছে।

মিয়ানমারের অধিকাংশ মানুষ মনে করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম একপেশে সংবাদ পরিবেশন করছে। সেখানে রোহিঙ্গাদের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে বেশি। কিন্তু রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে অন্যরা যেভাবে পালিয়ে এসেছে সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে না। বিষয়টিকে এভাবেই দেখছে সেখানকার অধিকাংশ মানুষ। রাখাইনের সংঘাতকবলিত এলাকাগুলোতে গণমাধ্যমের প্রবেশাধিকার খুবই সীমিত।

মিয়ানমারের সংবাদমাধ্যমে এ মুহূর্তে বেশি গুরুত্ব পাচ্ছে রাখাইনে ‘সন্ত্রাসী হামলার’ বিষয়টি। সেজন্য ‘বাঙালি সন্ত্রাসীদের’ দায়ী করা হচ্ছে। সরকার ও সেনাবাহিনী দাবি করছে, সন্ত্রাসীরাই গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে। রোহিঙ্গারা যে বাংলাদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে সে সংক্রান্ত কোনো খবর নেই মিয়ানমারের সংবাদমাধ্যমে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমগুলোকে জানিয়ে দিয়েছে যে ‘সন্ত্রাসী’ শব্দটি ব্যবহার করতে হবে। অন্যথায় সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম