মিয়ানমারে আইএসের হামলার শঙ্কায় মালয়েশিয়া

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে সহিংসতা চালানো হচ্ছে তার জন্য দক্ষিণ এশিয়াকে চরম মূল্য দিতে হতে পারে। রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা ওই অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি হিসামুদ্দিন সতর্ক করে বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট রাখাইনে শক্ত অবস্থান তৈরির পথ খুঁজছে। এজন্য সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করেই তারা নিজেদের পরিকল্পনা তৈরি করতে পারে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ৩ লাখের বেশি রোহিঙ্গা।

নিউ স্ট্রেইটস টাইমসের এক খবরে প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, আমরা রোহিঙ্গাদের হতাশ এবং দুঃখজনক পরিস্থিতির মধ্যে ফেলে রাখতে পারি না। যদি তা করা হয় তবে তারা এসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। আর এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে চরম মূল্য দিতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ