হার্ট অ্যাটাকে মারা গেল এক ডজন বানর! (ভিডিও)

প্রায় এক ডজন বানর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল। ভারতের এক বনে এই ঘটনা ঘটেছে। তারা এক বাঘ দেখে আতংকিত হয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়।

স্থানীয়রা লোকেরা সকালে বনের পথ পরিষ্কার করতে গেলে দেখেন যে, অনেকগুলা বানর নিচে পড়ে আছে। এতে দেখে অনেকেই মনে করেন, বানরদের বিষ দেয়া হয়েছিল। তাই তাদের ময়নাতদন্ত করা হয়। কিন্তু এরপরে জানা যায়, সবকটি বানর হার্ট অ্যাটাকে মারা যায়।

উত্তর ভারতের কোতোয়ালি মোহাম্মদি এলাকায় এই ঘটনা ঘটার পর তদন্ত শুরু করা হয়। ডাক্তার সানজিভ কুমার বলেন যে, ময়নাতদন্তের মাধ্যমে জানা যায় বানরেরা হার্ট অ্যাটাকের শিকার। এই বিষয়ে সে শতভাগ নিশ্চিত।

তিনি আরও জানান, বাঘের গর্জন শুনে বানরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই অপমৃত্যু ঘটতে পারে। নেটে দেখা যায়, বন বিভাগের কর্মকর্তারা এই বানরদের লাশ একটি পলিথিনের মাঝে করে নিয়ে যাচ্ছে।

গ্রামের অধিবাসীরা জানান, বানরেরা যে সময় মারা গিয়েছিল, সে সময় বাঘের অনেক গর্জন শোনা যেত। কিন্তু অনেক গবেষকের মতে কোন ইনফেকশনের কারণে বানরগুলোর সাথে এই অবস্থা হতে পারে।

ভিডিওটি দেখুন… 

https://youtu.be/Ebi8upGq9qY

 

বাংলাদেশ সময় : ১৫১৬ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ