তিউনিসিয়ান নারীরা অন্য ধর্মের পুরুষকে বিয়ে করতে পারবে

নিজ ধর্মের বাইরে বিয়ে করার বিধানে পরিবর্তন এনেছে তিউনিসিয়ার সরকার। এই আইন পরিবর্তনের ফলে দেশটির মুসলিম নারীরা এখন থেকে অন্য ধর্মের পুরুষকে বিয়ে করতে পারবে। তবে এখনও দেশটিতে কোন অমুসলিম পুরুষ যদি কোন মুসলিম নারীকে বিয়ে করতে চায়, সে ক্ষেত্রে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় এবং সনদ দেখাতে হয়।

বিবিসি জানায়, ১৯৭৩ সালে পছন্দমতো বিয়ের ক্ষেত্রে বিধি আরোপ করে তিউনিসিয়ার সরকার। এই আইনটি যে নারীদের পছন্দমতো স্বামী নির্বাচনের ক্ষেত্রে বড় বাধা, গত মাসেই জাতীয় নারী দিবস উদযাপনের সময় তা বলেছিলেন প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি।

৯৯ শতাংশ মুসলিম অধ্যুষিত তিউনিসিয়ায় এই আইনকে প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছিল। নারী অধিকারের ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রগতিশীল এই দেশে এই আইন পরিবর্তনের জন্য মানবাধিকার গোষ্ঠীগুলো অনেক দিন ধরেই আন্দোলন করে আসছিল।

অবশেষে পরিবর্তন আনা হলো এই আইনে। প্রেসিডেন্টের একজন মুখপাত্র আইন পরিবর্তনের ঘোষণা দেন এবং ‘পছন্দমতো স্বামী বাছাইয়ের অধিকার পাওয়ায়’ নারীদের অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ