১১ বছরের বালককে চমক দেখালো ট্রাম্প

১১ বছর বয়সী ভার্জিনিয়ার বালক ফ্রাঙ্ক গিয়সিওকে হোয়াইট হাউজে স্বাগত জানানো হয়েছিল। কারণ সে বিনা পারিশ্রমিকে হোয়াইট হাউজের সামনের রোজ গার্ডেনের ঘাস কেটে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। হোয়াইট হাউজে আসার পর এই ছোট্ট বালককে চমকে দেন ট্রাম্প। খুবই মনোযোগের সঙ্গে ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটায় ব্যস্ত ছিল ফ্রাঙ্ক।

সে ভাবতেও পারি নি যে, রোজ গার্ডেনে এসে ট্রাম্প নিজেই তাকে অভ্যর্থনা জানাবেন। এ সময় ফ্রাঙ্কের সঙ্গে হাই ফাইভ করতেও ভোলেন নি ট্রাম্প। ফ্রাঙ্ক ওয়াশিংটনের ওয়াটারফল চার্চে বসবাস করে।

হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের কর্মদক্ষতা ও সূক্ষ বিচারশক্তি সম্পর্কে প্রশংসা করেছে ফ্রাঙ্ক। এছাড়াও হোয়াইট হাউজের গার্ডেনের দায়িত্ব ট্রাম্পকেই নেওয়ার অনুরোধ জানিয়েছে ছোট্ট ফ্রাঙ্ক। ট্রাম্প বলেন, ‘ফ্রাঙ্ক হচ্ছে দেশের ভবিষ্যত। শীঘ্রই সে বিখ্যাত ব্যক্তিদের তালিকায় জায়গা করে নেবে।’ ফ্রাঙ্ক জানায়, সে নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হতে চায়। ট্রাম্প বলেন, ‘সে অবশ্যই তার স্বপ্ন পূরণে সক্ষম হবে।

বাংলাদেশ সময় : ২৩৩০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ