কার্যকর ভূমিকা রাখতে পারছে না জাতিসংঘ: ট্রাম্প

আমলাতান্ত্রিকতা এবং অব্যবস্থাপনার কারণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না জাতিসংঘ, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। নিউ ইয়র্কে জাতিসংঘে তার প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। বিবিসির সংবাদ।

এতে জাতিসংঘের প্রতি তিনি আহবান জানান, “আমলাতন্ত্রের চেয়ে মানুষের দিকে নজর দিন।”

জাতিসংঘের সামঞ্জস্যহীন অবদানের সমালোচনা করে ট্রাম্প বলেন, “সবাই মিলে কাজ করতে পারলে জাতিসংঘ আরো শক্তিশালী হত।”
মঙ্গলবার প্রথমবারের মত সাধারণ পরিষদে দেয়া দীর্ঘ ভাষণে ইরান ও উত্তর কোরিয়ার সমালোচনা করে ট্রাম্প বলেন, “তিনি আশা করেন এ দুই দেশের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।”

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ২৮ শতাংশ এবং সাধারণ বাজেটের ২২ শতাংশ ব্যয় যোগান দেয় যুক্তরাষ্ট্র। তিনি এর সমালোচনা করে বলেন, “জাতিসংঘে কোন রাষ্ট্রেরই অসম ব্যয়ভার বহন করা উচিত নয়। এটা ন্যায়সঙ্গত নয়।”

জাতিসংঘের অতীতের অকার্যকর কার্যক্রমের বিপরীতে সংস্কারমূলক পদক্ষেপ নিতে সদস্য দেশগুলোকে শক্তিশালী ভূমিকা পালন করার জন্য উৎসাহিত করেন তিনি।

ট্রাম্প বলেন,“ আমি দৃঢ়বদ্ধ যে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং জাতিসংঘের সংস্কারে সাহসী ভূমিকা রাখি তাহলে বিশ্বের শান্তি ও সম্প্রীতি রক্ষায় এটি আরো শক্তিশালী, কার্যকর ও উপযুক্ত হয়ে ওঠবে।”

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম