উত্তর কোরিয়ায় রহস্যজনক ভূকম্পন অনুভূত

চীনের ভূকম্পন জড়িপ সংস্থা শনিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার অভ্যন্তরে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হওয়ার তথ্য তারা পেয়েছে। যা বিস্ফোরণের কারণে ঘটে থাকতে পারে বলে তাদের সন্দেহ। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ভূমিকম্পের কারণ হিসেবে চীনের ভূকম্পন জড়িপ সংস্থা বলছে, সম্ভবত পিয়ংইয়ং আবারও পরমাণু পরীক্ষা চালিয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে চীনের ভূকম্পন জড়িপ সংস্থা জানায়, সকালে তারা এই তথ্য পায়। সংস্থাটি বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল শূন্য কিলোমিটার।

চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালালে ভূকম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল দেশটির পরমাণু পরীক্ষার স্থানে।
পরমাণু কর্মকাণ্ড নিয়ে পর্যবেক্ষণ কাজে নিয়োজিত সংস্থা সিটিবিটিও (CTBTO) জানিয়েছে, পরীক্ষা করে তারা উত্তর কোরিয়ায় ভূমিকম্পের সঙ্গে পরমাণু পরীক্ষার যোগ খুঁজে পেয়েছেন। যাকে অস্বাভাবিক বলে সংস্থাটি জানিয়েছে।

সিটিবিটিও’র এক্সিকিউটিভ সেক্রেটারি লাসিনা জেরবো টুইটারে জানিয়েছেন, পরমাণু পরীক্ষার কারণে যে ধরণের অস্বাভাবিক ভূ-কম্পন লক্ষ্য করা যায়, উত্তর কোরিয়ার সাথে তার মিল রয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূকম্পনের বিষয়টি তারা খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে তারা ভূমিকম্পের কারণ প্রাকৃতিক বলেই মনে করছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম