আদালতের রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করলো রাম রহিম

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ভারতের বিতর্কিত ‘ধর্মগুরু’ গুরমিত সিং রাম রহিম সিবিআইয়ের বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আপিল করেছেন।

২৫ সেপ্টেম্বর সোমবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এ আপিল করেন রাম রেহিমের আইনজীবী বিশাল গর্গ নরওয়ানা।

রাম রহিম জানান, তার বয়স এখন ৫০ বছর। তার দাবি তিনি নপুংসক। নারীদের সাথে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে তিনি পারবেন না। এ ব্যাপারে তিনি একবারেই অক্ষম।

‘বাবা’র আইনজীবী বিশাল জানান, সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে হারিয়ানা ও পাঞ্জাবের হাইকোর্টে।

তিনি জানান, ‘ধর্ষণের’ পর সিবিআই আতালক ছয় বছরেরও বেশি সময় নিয়েছে ওই দুই নারীর সাক্ষ্য গ্রহণ করতে। আদালতে চ্যালেঞ্জ জানানোর অন্যতম কারণ এটি একটি।

উল্লেখ্য, দুইজন ভক্তকে ধর্ষণের দায়ে ২০০২ সালে হওয়া মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাম রহিমকে। একইসঙ্গে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

এর আগে ২৫ আগস্ট শুক্রবার দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় রাম রহিম সিংয়ের ভক্তরা। এতে প্রায় ৩৬ জন নিহত হয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ