দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

তীব্র নিন্দা ও সমালোচনার মধ্যেই দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো। ।  গতকাল সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ পাঠ করেন তিনি।

নতুন মেয়াদের দায়িত্ব নেওয়ায় ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন ৫৬ বছর বয়সী মাদুরো।

এদিকে মাদুরোর শপথ গ্রহণকে ‘ধোকার ক্ষমতা’ হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী দল, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন।  ইতোমধ্যে মাদুরোর নতুন সরকারকে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছে ল্যাটিন আমেরিকার দেশগুলো (লিমা জোট)।  তাদের অভিযোগ, অর্থ মন্দা, অভিবাসন সংকটের মতো ভয়াবহ সমস্যা চলাকালে পুরোপুরি জালিয়াতির মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন মাদুরো।

দেশটির পার্লামেন্ট বিরোধীদের নিয়ন্ত্রণে থাকায় প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করলেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিক্ষোভের ডাক দেয় বিরোধী দলগুলো।

গত বছরের ২০ মে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই বিরোধী নেতাকে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ায় বিরোধী জোট ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ডট্যাবল (এমইউডি) তা বর্জন করে।  নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরো ৫৮ লাখ ভোট পেয়েছেন বলে জানায় দেশটির জাতীয় নির্বাচন পরিষদ।

Scroll to Top