প্রধানমন্ত্রীর মুখে কালি!

উত্তর মেসিডোনিয়াকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব পাসের জন্য আলবেনিয়ার সংসদ অধিবেশন চলছিল। এ অবস্থায় হঠাৎ দেশটির প্রধানমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে কালি ছুড়ে মারেন এক বিরোধীদলীয় নেতা।

ঘটনার পর ওই নেতাকে তাৎক্ষণিকভাবে অধিবেশন থেকে বের করে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে অধিবেশনে দেশটির বামপন্থী প্রধানমন্ত্রী এডি রামার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন বিরোধীদলীয় নেতা লুলজিম বাশা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এডি রামা যুক্তি তুলে ধরেন।

একপর্যায়ে উত্তেজিত হয়ে তার ওপর কালি ছুড়ে মারেন লুলজিম। এ ঘটনার পর লুলজিমকে ১০ দিনের জন্য সংসদে নিষিদ্ধ করা হয়। আলবেনিয়ার সংসদ সদস্যরা ন্যাটোতে উত্তর মেসিডোনিয়াকে অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেন। ন্যাটোর সদস্য পদ পেতে হলে সদস্য দেশগুলোর সংসদে সংশ্লিষ্ট দেশের পক্ষে প্রস্তাব পাস করতে হয়।

Scroll to Top