বাগদাদী বেঁচে আছেন?

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক অডিও বার্তা প্রকাশ করে দাবি করেছে, বার্তাটি তাদের নেতা আবু বকর আল বাগদাদীর। তবে অনলাইনে প্রকাশিত ওই বার্তার সাথে কোনও ছবি দেওয়া হয়নি বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

এর আগে অন্তত এক বছর আগে বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয় গিয়েছিলো। এরপর থেকেই ধারণা করা হয়েছিল, বাগদাদী মারা গেছেন। বিবিসি বলছে, সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে। সে কারণে ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই ধারণ করা।

ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন তাদের ধারণা অব্যাহত আছে যে বাগদাদী বেঁচে আছেন। এই বার্তায় আইএস নেতা বাগদাদী ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস