মুম্বাইয়ে ফুটওভার ব্রীজে পদদলিত হয়ে নিহত ২১

ভারতের মুম্বাইয়ে এক রেলস্টেশনে একটি ফুটওভার ব্রিজ ধসে পড়ার গুজবের ঘটনায় পদদলিত হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।

শুক্রবার সকালে মুম্বাইয়ের এলফিনস্টন স্টেশনে এ ঘটনা ঘটে টেলিগ্রাফ অনলাইনের খবরে বলা হয়।

ভারতীয় পুলিশ জানায়, পথচারীদের ব্যবহৃত একটি ফুটওভার ব্রিজ ধসে পড়ার গুজব ছড়িয়ে পড়লে পথচারীরা প্রাণ বাঁচাতে ছুটাছুটি করতে থাকে, এ সময় পদদলিতের ঘটনাটি ঘটে।

রেলওয়ের এক মুখপাত্র জানান, ভারীবর্ষণ থেকে রক্ষা পেতে বাসযাত্রীরা ওই ফুটওভার ব্রিজে আশ্রয় নেন। একই সময় স্টেশনের যাত্রীরাও বের হচ্ছিলেন। এ সময় ফুটওভার ব্রিজ ধসে পড়ার গুজব ছড়িয়ে পড়লে হাঙ্গামা তৈরি হয় এবং যে যার ছুটতে থাকে। এতে পদদলিতের ঘটনা ঘটে।

সিটি পুলিশ কর্মকর্তা রাজারাম পাটেল বলেন, ব্রিজটি অতিরিক্ত মানুষের ভারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছু মানুষ ব্রিজ থেকে নিচে পড়ে যায় এবং পদদলিত হয়ে ২১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৫০৬ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ