প্রাণঘাতী করোনায় গত এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ব্রিটেনে

মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমে এসেছে ব্রিটেনে। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড স্যোশাল কেয়ার। গত ২৪ ঘণ্টায় (রবিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৪১৩ জনের।

এর আগে রবিবার মৃতুবরণ করেছিলেন ৮১৩ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২০৭৩২ জন। এর আগে সর্বনিম্ন মৃত্যু হয়েছিল ৩০ মার্চ ১৮০ জন। এরপর থেকে লাফিলাফি বাড়তে থাকতে মৃতের সংখ্যা।

এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ধারণা করা হচ্ছে বাড়ি এবং কেয়ার হাউজে আরও ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, গতকাল শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪৯১৩, শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৫৩৮৬, বৃহস্পতিবার ৪৫৮৩জন।

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৩৬ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮, ওয়েলসে ১৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে দেখা যায় মৃত্যুবরণ করেছেন ৩৬৮ জন।

Scroll to Top