সরকার মানুষের দুঃখ কষ্ট বুঝতে ব্যর্থ: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী মন্তব্য করে বলেন, সরকার মানুষের দুঃখ কষ্ট বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে যেখানে বিদ্যুতের বিল কম হওয়ার কথা ছিলো, সেখানে অনুমানভিত্তিক অধিক বিদ্যুৎ বিল আরোপ করে মানুষের উপর জুলুম করা হয়েছে। দেশের মানুষের কথা চিন্তা করুন। ন্যায্য বিদ্যুৎ বিল করতে নির্দেশ দিন। মানুষের উপর জুলুমের পরিনিতি ভালো বয়ে আনবে না।

তিনি মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা কাসেমী বাড়ি মালিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আল্লাহ আপনাদের বাড়ির মালিক বানিয়েছেন, এ কঠিন পরিস্থিতিতে মানুষদের প্রতি সদয় হোন। বাড়ি ভাড়া মওকুফ করে দিয়ে অধিক সওয়াব হাসিল করুন। এছাড়া শ্রমিকদের চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি আহবান জানান তিনি।

রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল প্রমূখ।

Scroll to Top