চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন মাহিন্দা রাজাপাকসে

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রীলঙ্কার প্রভাবশালী পরিবারের সিনিয়র সদস্য ‍মাহিন্দা রাজাপাকসে। আজ রবিবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে তিনি এই শপথ নেন।

করোনার মধ্যে এই শপথ অনুষ্ঠানে অতিথিরা সবাই মাস্ক পরা ছিল। তবে মাহিন্দা এবং তার ছোট ভাই গোতাবায়ার মুখে মাস্ক ছিল না।

১১ বছর আগে তামিল বিদ্রোহীদের নৃশংসভাবে দমন করে শ্রীলঙ্কায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন গোতাবায়া রাজাপাকসে। ওই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তার ভাই মাহিন্দা প্রেসিডেন্ট ছিলেন। করোনা নিয়ন্ত্রণে রেখেও প্রশংসিত হন তিনি।

দুই ভাইয়ের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট এবারের সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে। দলটি পার্লামেন্টের মোট ২২৫টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে। আরও পাঁচটিতে জয় পেয়েছে তাদের মিত্র দলগুলো। শ্রীলঙ্কার সাংবিধানিক পরিবর্তনের জন্য এমন ‘সুপার মেজরিটির’ প্রয়োজন ছিল।

Scroll to Top