সঠিক নিয়মে স্বর্ণালঙ্কার ব্যবহারে সারবে রোগ!

মহিলাদের মধ্যে স্বর্ণাঙ্কার পরার চল খুব বেশি। বিশেষ করে বিয়েতে সোনার গয়না বাধ্যতামূলক। কেউ মনে করেন নেহাত সৌন্দর্য, কেউ মনে করেন সম্পদ। আবার অনেকে সোনাকে অনেক মঙ্গলময় কাজের জন্য শুভ হিসেবে দেখে থাকেন। তাছাড়া সোনায় থাকে উত্তাপ ও বিশেষ শক্তি। আর বিভিন্ন বিষক্রিয়া থেকেও বাঁচায় সোনা।

তবে, আমরা অনেকেই জানি না সোনা পরার কয়েকটি নিয়ম রয়েছে। যেহেতু আপনি সোনা পরবেনই তাহলে জেনে পরাই ভালো যে, সোনার গয়না কোথায় পরলে আপনার কি কি উপকার হতে পারে, বা আপনার জন্য ভালো। আসুন তাহলে জেনে নেই কিভাবে ব্যবহার করবেন সোনার গয়না-

তবে অনেকের ক্ষেত্রেই মনে করা হয়, সোনা শুভ নয়। সেক্ষেত্রে সোনা পরে কেউ আবার দুর্ভাগ্যের শিকারও হন। তবে সঠিক নিয়ম মেনে সোনা পরলে আপনার জীবনে সৌভাগ্য আসতে বাধ্য।

১. যদি আপনার মনঃসংযোগের অভাব থাকে, সেক্ষেত্রে সোনার আংটি পরবেন তর্জনীতে। তাতে মন শান্ত হবে।
২. যদি আপনার সর্দি-কাশি বা ঠাণ্ডা লাগার ধাত থাকে, তাহলে কনিষ্ঠায় পরুন সোনার আংটি। যদি নাম-যশের আশা করেন তাহলে সোনা পরুন মধ্যমায়।
৩. সন্তান না হওয়ার সমস্যায় ভুগলে সোনা পরুন অনামিকায়।
৪. দাম্পত্য জীবনে যদি সুখ না থাকে, তাহলে গলায় সোনার চেন কিংবা সোনার লকেট পরুন। ম্যাজিকের মত কাজ করবে।
৫. যাদের কয়লা, লোহার ব্যবসা আছে তারা সোনা পরবেন না। গর্ভবতী ও বয়স্ক মহিলাদের সোনা পরা উচিৎ নয়।
৬. কোমরের নিচে কখনও সোনা পরবেন না। এতে দারিদ্র্য আসতে পারে।
সুতরাং সোনার গয়না শুধু পরলেই হয় না, নিয়মগুলি মেনে সোনা পরলে আপনার জীবনে আসবে সুখ-শান্তি।
তথ্য সূত্র: কেএন

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top