​চীনের জিনজিয়াংয়ে ভূমিকম্প, নিহত ৩

৫ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে চীনের জিনজিয়াংয়ে। এতে তিন জনের প্রাণহানি ছাড়াও ৬৫টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবারের ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাইচেং কাউন্টি। ৫ দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় তিনজন মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয় সরকার বলছে, বিপজ্জনক অঞ্চলে বসবাসকারী মোট ২৭৮ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল ৪১ দশমিক ৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮১ দশমিক ১১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ১০ কিমি গভীরতায় ছিল এর মূল কেন্দ্রস্থল। এই অঞ্চলটি বাইচেং কাউন্টি থেকে প্রায় ৬৪ কিমি দূরে।

Leave a Comment