সৌদি বিমান বন্দরে ফের ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রদেশের আভা বিমানবন্দর ফের ড্রোন হামলা শিকার। এই হামলায় অন্তত আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গুলো। সেই সঙ্গে একটি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার ড্রোন হামলা হল সৌদির ওই বিমানবন্দরে। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন। বেশ কয়েক বছর ধরে ইয়েমেনে ইরানের মদতপুষ্ট সংগঠন ও সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে । সেই যুদ্ধের ফলেই এই হামলা কি না তা এখনও জানা যায়নি।

সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনটিকে আঘাত হানার আগেই তারা চিহ্নিত করেছিল। তা নাহলে আরও বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো তাদের।

ইয়েমেনে হুথি সংগঠনের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে যুদ্ধ চালাচ্ছে সৌদির সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠন। সেই সময় থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরকে টার্গেট করেছে বিদ্রোহীরা। শুধু বিমানবন্দর নয়, সৌদির অনেক সেনা ঘাঁটি ও তেল উত্তোলক কেন্দ্রগুলিকেও লক্ষ করেছে তারা।

Scroll to Top