রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভের মধ্যে চলছে ধরপাকড়

ইউক্রেনে নতুন করে পুতিনের ৩ লাখ সেনা পাঠানোর ঘোষণার বিরোধিতায় রাশিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার দেশটির অন্তত ৩২টি শহর থেকে আটক করা হয়েছে ৭ শতাধিক বিক্ষোভকারীকে।

এর আগে গত শুক্রবার ১ হাজার ৩০০ জনকে আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মস্কো ও সেন্ট পিটার্সবার্গ থেকেই আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে পাঁচ শতাধিক নাগরিককে।

গতকাল শনিবার রাশিয়ার অন্তত ৩২টি শহর থেকে ৭২৪ জনকে আটক করা হয়েছে।

গত বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। সেনাবাহিনীতে যোগ দিতে দেশের পুরুষদের আহ্বান জানিয়েছে রাশিয়া। এই আহ্বানের পরই দেশ ছাড়তে শুরু করেন হাজার হাজার মানুষ।

সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান

Scroll to Top