শিক্ষামন্ত্রীকে ফ্রান্স আওয়ামী লীগের উষ্ণ অভ্যর্থনা

ফ্রান্স প্রতিনিধিঃ প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার প্যারিস পৌছেন।

শিক্ষামন্ত্রী প্যারিসে পৌছলে রোববার বিকেলে হোটেল লবিতে ফ্রান্স আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এ সময় ফ্রান্সে নবনিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকেও ফুলেল শুভেচ্ছা জানাই ফ্রান্স আওয়ামী লীগ। শিক্ষামন্ত্রী ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের খোঁজ খবর নেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে তাদের পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিদেশে বাংলাদেশের এক একজন প্রতিনিধি। আপনাদের ইতিবাচক কার্যক্রম বহির্বিশ্বে বাংলাদেশের স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম, তিনি দলের চলমান কর্মসূচী সংক্ষিপ্ত করে তুলে ধরেন- বৈশ্বিক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি ফ্রান্স পার্লামেন্টের বিভিন্ন সদস্যের কাছে তুলে ধরার কথা বলেন।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম , রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের , সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু , সহ সভাপতি শাহজাহান শাহী , সালেহ আহমেদ চৌধুরী , বাবু অবনী চন্দ্র , উপদেষ্টা আব্দুল হালিম আকাশ , সাংগঠনিক সম্পাদক আলী হোসেন , সেলিম উদ্দিন , খালেকুজ্জামান , প্রচার সম্পাদক আমিন খান হাজারী , ধর্ম সম্পাদক সালেহ আহমেদ সিনিয়ার সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আহমেদ,সুমন আহমেদ,মেহেদী হাসান প্রমুখ উপস্হিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ৩০ অক্টোবর    ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি

Scroll to Top