৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু-ক্যালেডোনিয়া

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে রয়টার্স ও ডেইলি মেইলের খবর বলা হয়েছে।

খবরে আরো বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ দশমিক ৩ মাইল গভীরে এর উৎপত্তি ছিলো।

জয়েন্ট অস্ট্রেলিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার ও হাওয়াই ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে, কোনো রকম সুনামির সম্ভাবনা নেই। এখন পর্যন্ত হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আজ মঙ্গলবার ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র জানান, সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, ৩১ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top