কারামুক্ত হলেন বিএনপি নেতা এ্যানি

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কামিশপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তিনি কারাগার থেকে বের হন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন এ্যানি।ওই সময় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছিলেন, ২৫ মে ধানমন্ডি থানায় বিরুদ্ধে দায়ের হওয়া ‘রাজনৈতিক’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

Scroll to Top