দেশে আরও ৪৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে আজ সোমবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯২ জন।

এ সময় নতুন করে ৪৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৯৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৮৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৮ হাজার ৯৬৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯২। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Scroll to Top