সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার (২৫ জুন) লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ শেষে তিনি বলেন, ‘জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবর!’ তবে ফিলিস্তিনের জয়ধ্বনি করায় তোপের মুখে পড়েছেন ওয়াইসি।
ভারতের সংসদে শপথ নেয়ার পর ফিলিস্তিনের জন্য ওয়াইসির জয়ধ্বনি করা নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। চলছে তীব্র বিতর্কও। এদিকে বিজেপির এমপি ছত্রপাল সিং গঙ্গোয়ার তার শপথ শেষে বলেছেন, ‘জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত’। অনেকের ধারণা, আসাদউদ্দিন ওয়াইসির ‘জয় ফিলিস্তিন’ মন্তব্যের প্রতিবাদে পাল্টা জবাব দিতেই এই স্লোগান দেন বিজেপি এমপি।
কেউ কেউ বলছেন, ওয়াইসির মন্তব্যের ‘মোক্ষম জবাব’ দিয়েছেন ছত্রপাল।
এদিকে সামাজিক মাধ্যমেও এ নিয়ে চলছে নানা সমালোচনা।
একজন লিখেছেন, ‘তিনি (ওআইসি) প্যালেস্টাইনে গিয়ে থাকেন না কেন?’
ফিলিস্তিনের জয়ধ্বনি দেয়াকে ‘আপত্তিকর’ উল্লেখ করে অপর একজন লিখেছেন, ‘গোটা দেশ ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করে। ওয়াইসি জয় ভারত বলতে পারেন না। তিনি বলেন, জয় ফিলিস্তিন।’
আরেকজন লিখেছেন, ‘কারা তাকে ভোট দিয়েছেন? গাজার, নাকি ভারতের লোকজন?’







