ছাত্রনেতার কাছে জিলাপি খেতে চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

ছাত্রনেতার কাছে জিলাপি খেতে চাওয়া কিশোরগঞ্জের ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেনকে প্রত‌্যাহার করা হয়েছে।

মঙ্গলবার তাকে ইটনা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে বদলি করা হয়।

এ আদেশ জারি করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ওই আদেশে দুই পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

জানা গেছে, ওই এলাকার বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফজাল হুসাইন শান্তর সঙ্গে জিলাপি খাওয়ার আবদারের ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়ায় তাকে প্রত‌্যাহার করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অডিও রেকর্ডটি আমিও শুনেছি। মজার ছলে আমি ছাত্রনেতার কাছ থেকে জিলাপির কথা বলেছি পাবলিককে খাওয়ানোর জন্য। নিজের জন্য চাইনি। আমি তার সঙ্গে সরল বিশ্বাসে কথা বলেছি।

এ বিষয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে ওসির দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top