জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করবে বাংলাদেশ। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়ায় অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনকালে ‘ট্রিটি অন দ্য প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস প্রস্তাবের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। অধিবেশন চলাকালে সুবিধাজনক সময় চুক্তিতে সই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট’-এর খসড়ায় অনুমোদন দেয়া হয়। এ প্রসঙ্গে মোহাম্মদ শফিউল আলম বলেন, এটি পুরনো বিষয়। নতুন করে বাংলায় এবং আরবিতে তৈরি করা হয়েছে। ১৯৮৮ সালের ২৩ মার্চ থেকে দুই দেশের মধ্যে এক চুক্তির মাধ্যমে বিমান চলাচল শুরু হয়। প্রয়োজন অনুযায়ী দুই দেশের সম্মতিতে কিছু সংযোজন-বিয়োজন করা হয়। ২০০৬, ২০০৭, ২০১১ সালে চুক্তি সংশোধন করা হয়।
তিনি বলেন, নতুন করে কিছু সংশোধন এনে চুক্তিটি বাংলা ও আরবি ভাষায় অনুবাদ করা হয়েছে। এখন দুই দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার বাইরেও অন্য সংস্থাগুলোকে বিমান চলাচলে অনুমতি দিতে পারবে স্ব স্ব দেশ। চুক্তির শর্ত ভঙ্গ করলে যেকোনও দেশ চুক্তি বাতিল করতে পারবে। তবে কতগুলো প্রতিষ্ঠানকে দেয়া যাবে, তা সুনির্দিষ্ট করা হয়নি বলে জানান সচিব।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস






