সৌদিতে ৩ বাংলাদেশির হাত-পা কেটে দেয়ার আদেশ

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সেজে ভারতীয় নাগরিককে অপহরণ করে অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩ বাংলাদেশির হাত-পা কেটে দিয়ে শাস্তি প্রয়োগের আদেশ দিয়েছেন সৌদি আরবে একটি আদালত।

গত বছরের ৮ মে সৌদির আদালত এ রায় দেন। এ তিন বাংলাদেশির পক্ষে তাদের স্বজনরা সোমবার (১৫ জানুয়ারি) সৌদি সরকারের কাছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ক্ষমার আবেদন করেছেন।

সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশি হলেন- কুমিল্লার তিতাস থানার কাশীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরছার গ্রামের আবদুল মালেকের ছেলে শাহিনুর ও মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবার্দি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে রুবেল খালাসী।

দেশটির শরিয়া আইনে দেয়া রায় কার্যকরের পর তাদের দেশে প্রেরণেরও নির্দেশ দেয়া হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় নাগরিককে অপহরণ করে অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top