টিকটকে পরিচয়, পালানোর কারণ জানাল সুবা

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী শিশু আরাবি ইসলাম সুবা উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সুবা জানায়, দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সে পালিয়ে এসেছে। মেয়েটি বলে, ‘বাসায় ভালো লাগছিল না তাই চইলা আসছি।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পুলিশের সহায়তায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁ থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সুবার সঙ্গে কথা হলে সে জানায়, নিজ ইচ্ছায় সে এসেছে। যার সঙ্গে সে ঢাকা থেকে এসেছে সে একজন টিকটকার। তার নাম মমিন। সুবা নিজেও একজন টিকটকার। টিকটকের সূত্র ধরেই তারা একে অপরকে চেনে।

ঢাকা থেকে কাউকে না জানিয়ে নওগাঁয় কীভাবে এসেছে জানতে চাইলে সে বলে, ‘বাসে।’ কেন এসেছে জানতে চাইলে সে বলে, ‘বাসায় ভালো লাগছিল না তাই চইলা আসছি।’

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, এটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সঙ্গে ওই কিশোরী পালিয়েছে। নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই তাকে খুঁজে পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হন সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।

মোহাম্মদপুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষ দেখা যায়। সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

Scroll to Top