মিটারে না চললে জেল ও জরিমানার বিধান বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সড়ক অবরোধ করেন তারা। এতে রাজধানীতে যান চলাচল থমকে গেছে।
যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের মুখে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে রাখেন। সেখানকার যান চলাচল বন্ধ রয়েছে।
শুধু যাত্রাবাড়ী নয়, ধোলাইপাড় মোড় বন্ধ রেখে বিক্ষোভ করছেন আন্দোলনকারী চালকরা। পোস্তগোলা ব্রিজের ওপর থেকে ধোলাইপাড়ের কোনো গাড়ি নামতে পারছে না। গাবতলীর মাজার রোডও অবরোধ রেখেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরায়ও সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশে এসে অনুরোধ জানালে ১০টার পরে সড়ক ছাড়তে শুরু করেন চালকরা। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
এদিকে ডিএমপির রামপুরা জোনের (ট্রাফিক) সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফুল ইসলাম জানান, আপাতত আগের নিয়মেই চলবে সিএনজিচালিত অটোরিকশা। মিটার ছাড়া চললে মামলা দেয়া হবে না- এটা বিআরটিয়ের সীদ্ধান্ত।