একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে সমাজের দরিদ্র ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতুব খালি এলাকায় গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
এতে প্রায় ৩৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় সান ফ্লাওয়ার সোশ্যাল কেয়ার সংগঠনের মাধ্যমে। সংগঠনটি বহুদিন ধরে যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় দরিদ্র ও পশ্চাদপদ জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিকল্পে ব্যক্তি পর্যায়ে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির সভাপতি ডাক্তার খন্দকার লুৎফর রহমান আমিন জানান, গত ১২ বছর ধরে আমরা নিয়মিতভাবে প্রতিমাসে ধারাবাহিকভাবে হেলথ ক্যাম্পগুলো পরিচালনা করছি এবং এর মাধ্যমে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কাছে সংক্ষিপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। সংগঠনটি সাধারণ সম্পাদক পলাশ মন্ডল জনি জানান ভাষা শহীদদের স্মরণে তাদের আত্মার শান্তির জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। আজকের অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: শরিফে হোসেন রুবেল জানান সংগঠনের সদস্যদের প্রদান করা আর্থিক সাহায্যের মাধ্যমে নিয়মিতভাবে ফ্রি হেল্থ ক্যাম্পগুলো পরিচালনা করা হচ্ছে। সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কাজ করে যাচ্ছি। দক্ষিণ কুতুবখালী এলাকার নিবাসী ফারদিন ফরমান জানান ডাক্তার আমিন ও তার সংগঠনের সদস্যদের এই সামাজিক কাজের মাধ্যমে এলাকার স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের প্রত্যাশা প্রতি মাসে ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে অনেকেই নিয়মিতভাবে স্বাস্থ্য সেবা পেতে পারেন। বিশেষ করে দরিদ্র লোকজন এই মহৎ উদ্যোগ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।
এদিকে এ সেবা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সেবার মান ও কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান সংগঠনটির সভাপতি ডাক্তার খন্দকার লুৎফর রহমান আমিন।