রাজধানীর লালমাটিয়ায় ধূমপান নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী রিংকুকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১০ মার্চ) সকাল ১১টা ৪২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান নির্মাতা ফারুকী।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।’
ফারুকী লিখেন, ‘ফারজানা ওয়াহিদ শায়ানের গান থেকে কথা ধার নিয়ে বলি, “কথা যদি কই, কখন আস্তে কখন বলব জোরে কি করে হাসব, কি করে বসব/ ঘুমাবো কেমন করে/ তুমি বলে দেবে/ কোনটা চলবে/ কোনটা চলবে না/ আমাকে তো তুমি বললে/ তোমাকে কেউ কি বলবে না? আজ থেকে এত কথা বলাবলি/ কিচ্ছু চলবে না”।’
এর আগে, লালমাটিয়ার চায়ের দোকানে দুই তরুণীকে ধূমপান করতে দেখে তাদের শারীরিকভাবে লাঞ্ছনা করেন রিংকু। এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হতে থাকে। পুরো ঘটনাকে ‘মব অপরাধ’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠে তখন।