সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন চালক, ৯৯৯ এ কলে উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া এক চালককে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন: বিল্পব (১৮), সাইদুল (৩৫), সিয়াম (২২)।

দুর্ঘটনার পর এক চালক ফোন করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ির ভেতরে কয়েকজন আটকে পড়ে আছেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহেল মাহমুদ। কনস্টেবল সোহেল তাৎক্ষণিকভাবে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানান।

সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

তিনি আরও বলেন, জানা যায়, পদ্মা সেতু থেকে ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিলে ট্রাকটির ড্রাইভার আটকা পড়েন। ফলে রাস্তা আটকে গিয়ে জ্যাম সৃষ্টি হয়ে পরপর কয়েকটি গাড়ি দাঁড়িয়ে পড়লে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ট-২২-২১৭৩ ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের ড্রাইভার আটকা পড়েন। আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হয়।

Scroll to Top