গণঅভ্যুত্থানে তৌহিদী জনতার অবদান তুলে ধরতে শাপলা চত্বরে গণজমায়েত

জুলাইয়েরে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে তৌহিদি জনতার অবদানকে তুলে ধরতে, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত গণজমায়েতে ইসলামপন্থি বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক, মসজিদের ইমাম এবং বিপুল সংখ্যক তৌহিদী জনতা উপস্থিত হন।

সকাল ১১টায় শুরু হওয়া এ গণজমায়েতে বক্তারা বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ইসলামপন্থিদের রক্ত ও ত্যাগের ভূমিকা থাকলেও নতুন বাংলাদেশে সেই অবদানের স্বীকৃতি মিলেনি। ইসলামপন্থিদের কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা চলছে এখনো। গণঅভ্যুত্থানে তৌহিদী জনতার অবদানকে তুলে ধরতেই আমরা এখানে একত্রিত হয়েছি।

বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য চাই না। ইসলামপন্থিদের সাথে কোনো ধরনের বৈষম্য এদেশের জনগণ মেনে নেবে না।

গণজমায়েতে শাইখ জসিম উদ্দিন রহমানি, শাইখ এনায়েতুল্লাহ আব্বাসী, রফিকুল ইসলাম মাদানী, আব্দুল্লাহ ইবনে রাজ্জাক, আবু ত্বহা আদনানসহ প্রমুখ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Scroll to Top