সংগৃহীত ছবি

ঢাকার লালবাগে গণপিটুনিতে এক যুবক নিহত: পুলিশ

রাজধানীর লালবাগ এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম বাবু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৌফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তবে কী কারণে বা কারা তাঁকে পিটিয়েছে, সেটা এখনো জানা যায়নি।

সংগৃহীত

Scroll to Top