পটুয়াখালীর ৩০ গ্রামে ঈদুল আজহা পালন

সৌদি আরবের সাথে সংগতি রেখে পটুয়াখালী ৩০ গ্রামে আজ শুক্রবার ১ সেপ্টেম্বর পালন করেছে পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ৯ টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি। নামাজ শেষে তারা পশু কোরবানী করেন।

বদরপুর দরবার শরীফের খাদেম নাজমুস শাহাদত জানান, সৌদি আরবসহ বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে আমরা রোজা, ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করে থাকি। প্রায় ১’শ বছর ধরে তা চলে আসছে।

এছাড়াও কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী,
তেগাছিয়া,আরামগঞ্জ,পাঁচজুনিয়া,চালিতাবুনিয়া,পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া ,রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার

বগা,ধাউরাভাঙ্গা,মদনপুরা,সাবুপুরা ও আমিরাবাদ এলাকার অর্ধলক্ষ লোক এ কোরবানীর ঈদ পালন করছেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ,চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

বাংলাদেশ সময় : ১৭০৬ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ