সাকিবকে নিয়ে টুইট করলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক

ক্রীড়া সাংবাদিকদের সময়ে-অসময়ে দেশ-মহাদেশ পাড়ি দিতে হয় । এই যেমন চলমান অস্ট্রেলিয়া সিরিজের কথাই ধরা যাক। বাংলাদেশের বিপক্ষে অজিদের দুই ম্যাচের টেস্ট সিরিজ কাভার করতে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন এক ঝাঁক অস্ট্রেলীয় সাংবাদিক।

অস্ট্রেলিয়ান অতিথি সাংবাদিকদের জন্য সাকিব নিয়েছেন দারুণ এক উদ্যোগ। সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের জন্য তার রেস্টুরেন্টের রাতের খাবার ফ্রি করে দিয়েছেন। ফলে সারাদিন টেস্ট কাভার করে রাতের বেলা সাংবাদিকরা খাওয়া-দাওয়া করতে পারছেন কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই।

ব্যাপারটি জানা গেছে, অস্ট্রেলীয় সাংবাদিক অ্যাডাম কলিন্সের একটি টুইটার বার্তায়। সম্প্রতি টুইটারে একটি পোস্ট দিয়ে সাকিবের এমন উদ্যোগের কথা উল্লেখ করেন কলিন্স।

টুইটার পোস্টে উপরের কলিন্স বলেন, আগে বলা হয়নি, সাকিব’স রেস্টুরেন্ট থেকে ম্যাচের পর আমাদের প্রতি রাতেই খাবার পাঠানো হয়।

এরপর আরও একটি টুইটার বার্তা প্রচার করেন কলিন্স। সেখানে অবশ্য নিজ দেশের হার নিয়ে রসিকতা করেছেন তিনি। বিসিবি থেকে দেওয়া একটি টিস্যু বক্সের ছবি সংযুক্ত করে ওই পোস্টে তিনি বলেন, এখন বুঝতে পারছি বিসিবি আমাদের শুরুতেই টিস্যু দিয়েছে কেন! এটি আসলেই অসাধারণ একটি দেশ।

রসিকতার ছলে কলিন্স যে তার দেশের ক্রিকেট দলের বাংলাদেশের কাছে আত্মসমর্পণের কথা ইঙ্গিত করেছেন, সেটি সহজেই অনুমেয়।

বাংলাদেশ সময় : ১৬৫৯ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ