বরিশালে ডাকাত সন্দেহে আটক ২

বরিশালে ডাকাত সন্দেহে আজিজুল হাওলাদার ও আতিক মুন্সি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের মৃধারহাট খেয়াঘাট থেকে তাদের আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

আটক আজিজুল মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের বলারচর গ্রামের সামছুল হক হাওলাদারের ছেলে এবং আতিক মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার ওমর আলী মুন্সির ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

এর আগে, বুধবার গভীর রাতে মুলাদী পৌর সদরের মোল্লার ব্রিজ এলাকার বাদশা মোল্লার ঘরে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার ধাওয়ার মুখে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ট্রলার, ২টি ককটেল, ১৫ জোড়া জুতা এবং তাদের ব্যবহৃত কিছু কাপড় উদ্ধার করে পুলিশ।

বাদশা মোল্লার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাদশা মোল্লার স্ত্রী খালেদা বেগমকে মারধর করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ এবং নগদ ৩৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে আজিজুল হাওলাদার ও আতিক মুন্সিকে মৃধারহাট খেয়াঘাট এলাকা থেকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনই ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ডাকাত দলের অন্যান্য সদস্য এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে