যে কারণে টাইগার একাদশ নিয়ে বিভ্রান্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতেই একটি বিব্রতকর ঘটনা ঘটল মূল একাদশের নাম নিয়ে। কে খেলছেন আর কে খেলছেন না, এটা নিয়ে একেক মিডিয়ায় একেক রকম সংবাদ আসতে লাগল।

ম্যাচের সরাসরি সম্প্রচারে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ছবিসহ যে তালিকা দেখানো হয়েছিল, তাতে সাব্বির রহমান ছিলেন না। ছিলেন রুবেল হোসেন। এই সাব্বির আর রুবেলকে নিয়েই যত বিভ্রাট!

ক্রিকইনফো, ক্রিকবাজের মতো ক্রিকেট বিষয়ক সাইটগুলো একাদশে সাব্বির আহমেদের নাম দেখাচ্ছিল, রুবেল হোসেনের নাম ছিল না তাতে। অপরদিকে, এএফপি, রয়টার্সের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থাগুলো সাব্বিরকে একাদশে দেখায়নি। তবে সেখানে তাসকিন-মুস্তাফিজ ও শফিউলের পাশাপাশি চতুর্থ পেসার হিসেবে দেখানো হয়েছিল রুবেল হোসেনের নাম।

এসব কারণেই একেক মিডিয়ায় একেক রকম খবর তৈরি হচ্ছিল আর পাঠক ও ক্রিকেটপ্রেমীরা বিভ্রান্ত হচ্ছিলেন। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে জোড়া ফিফটি করেও সাব্বিরের বাদ পড়া নিয়ে আলোচনার সৃষ্টি হচ্ছিল। জানা গেছে, একাদশ নিয়ে আয়োজকদের সাথে মিডিয়ার ভুল বোঝাবুঝির কারণেই এমনটা হয়েছে।

তবে পরিস্থিতি যখন এমন তখন শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে অফিসিয়াল প্লেয়িং একাদশের লিস্ট (জেনুইন) চলে আসে মিডিয়ায়।

সেই লিস্ট দেখে নিশ্চিত হওয়া গেছে একাদশে আছেন সাব্বির। বাংলাদেশ খেলছে তিন পেসার তাসকিন, মুস্তাফিজ ও শফিউলকে নিয়ে। রুবেল হোসেন একাদশে নেই। এ দুটি পরিবর্তন ছাড়া বাদবাকি একাদশ ঠিকই আছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

বাংলাদেশ সময় : ১৭০৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ