সেঞ্চুরিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন ওয়ার্নার

শততম ম্যাচকে স্মরণীয় করে রাখতে এরচেয়ে ভালো আর কি হতে পারতো? বেঙালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ডেভিড ওয়ার্নারের কীর্তি দেখলো ক্রিকেট বিশ্ব। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে শততম ওয়ানডেতে শতক করলেন এই বা-হাতি ওপেনার। সবমিলিয়ে এমন কীর্তির তালিকায় ওয়ার্নার অষ্টম। তবে শেষ ১০ বছরে ওয়ার্নারই প্রথম গড়লেন এই কীর্তি।

নিজের ভালো খেলা স্পৃহা এদিন ছড়িয়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চের মাঝেও। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে গড়লেন ২৩১ রান। শতরানের দোরগোড়ায় পৌছে গিয়েছিলেন ফিঞ্চও। শেষ পর্যন্ত ৯৪ রান করে আউট হন তিনি। এর আগে ১২৪ রান করে কেদার যাদবের বলে আউট হয়েছেন ওয়ার্নার। তার ১১৯ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১২টি চার। ওয়ার্নার শতক পূরণ করেছেন ৪ মেরে। এটি তার ২০তম ওয়ানডে শতক।

এই প্রতিবেদন লেখার সময় ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৪৮ রান করেছে অস্ট্রেলিয়া। দুঃস্বপ্নের এই সিরিজে এর চেয়ে ভাল শুরু হতে পারত না। এত ভাল শুরুর পর টানা ৬ হারের বৃত্ত থেকে তারা বের হয়ে আসতে চাইবে। ভাঙতে চাইবে ভারতের টানা ৯ ম্যাচের জয়রথ। অস্ট্রেলিয়া পারবে কিনা জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। পাঁচ ম্যাচের সিরিজ অবশ্য ইতিমধ্যে ৩-০ তে জিতে নিয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি