চট্টগ্রামে ১১০ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫১ মামলায় ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১১০ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (২০ এপ্রিল) নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সেনাবাহিনী, এলিট ফোর্স র‍্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম শাখা) শিরীন আক্তার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নগরজুড়ে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে সরকারি নির্দেশনা না মানায় ৫১ মামলায় ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আনসার ক্লাব এলাকায় অভিযান চালিয়ে ১১০ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে।