ঝালকাঠিতে চাল চুরি: সাবেক ইউপি সদস্য ও ডিলারের কারাদণ্ড

মহামারী করোনা সময়ে ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০টাকা দরের চাল উদ্ধারের ঘটনায় ২ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।

তিনি জানান, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে সাবেক ইউপি সদস্য (মেম্বার) হোসেন আলীর বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় সেখান থেকে ৬টি বস্তায় ৩০ কেজি করে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয় এবং ৭টি কার্ড জব্দ করা হয়।

পরে যাচাই-বাছাই শেষে স্থানীয় ডিলার মাহাদি হাসান ও সাবেক ইউপি সদস্য হোসেন আলী পরস্পর যোগসাজেশে দুর্নীতির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষকে না দিয়ে নিজেদের কাছে রাখার বিষয়টি প্রমাণিত হয়।

যে কারণে ভ্রাম্যমাণ আদালত সাবেক ইউপি সদস্য ও ডিলারকে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে তাদের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।