মৌলভীবাজারে ৩৮৫ কেজি সরকারি চাল উদ্ধার, আটক এক

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দামের ৩৮৫ কেজি চাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় গিয়াসনগড় এলাকার রাঙ্গরিয়া গ্রামের নপুর কান্তি রায়কে আটক করা হয়েছে।

এ ঘটনায় গত বুধবার রাতে র‌্যাব বাদী হয়ে নপুর কান্তি রায় ও চালের ডিলার আনোয়ার উদ্দিনকে আসামি করে মৌলভীবাজার থানায় মামলা করে। তবে আনোয়ার উদ্দিন পলাতক রয়েছেন।

র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গরিয়া গ্রামের বাসিন্দা ও ভৈরবগঞ্জ বাজারের ব্যবসায়ী নপুর কান্তি রায়ের বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮৫ কেজি চাল উদ্ধার করা হয়। পরে তার দোকানের পেছন থেকে ২০টি খালি চালের বস্তা ও অনেক গুলো আগুনে পুড়ানো বস্তার অংশ বিশেষ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের অধিনায়ক আনোয়ার হোসেন শামীম জানান, ‘গরীবের চাল চুরি করে বিক্রির তথ্য পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। জিজ্ঞাসাবাদে জানা যায়, নপুর ডিলার আনোয়ার উদ্দিনের নিকট থেকে চাল কিনে আনতো। আমাদের এ অভিযান অব্যাহত আছে।

Scroll to Top